পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মেনশন করে তার ব্যাপারে Twitter-এ প্রশংসাসূচক টুইট করেছেন ‘এতাআতি’ সাথীদের অন্যতম প্রধান মুরুব্বী ওয়াসিফুল ইসলাম (http://bit.ly/2mu9Tej)। অথচ, তার মতাদর্শী সাথীরা উল্টো যাদেরকে নিজেদের প্রতিপক্ষ মনে করে তাঁদেরকেই ‘পাকিস্তানপন্থী’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করে।
[বিঃদ্রঃ ফেইসবুকের মতই টুইটারে কাউকে মেনশন করা হলে মেনশনকৃত ব্যক্তির নিকট নোটিফিকেশন পাঠিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়।]
